সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা কর্মসূচিতে উপকারভোগীদের 'নগদ' হিসাবের পিন নম্বর সুরক্ষিত রাখুন। সমাজসেবা অফিস হতে কখনই 'নগদ' হিসাবের পিন কিংবা ওটিপি জানতে চাওয়া হয়না। অন্য কারও কাছে নিজের নগদের পিন শেয়ার করে প্রতারিত হবেন না। কোন কিছু জানতে হলে সরাসরি সমাজসেবা অফিসে যোগাযোগ করুন। নিজে সচেতন হোন অ্রন্যকেও সচেতন করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস