এক নজরে শহর সমাজসেবা কার্যালয়-৪, ঢাকা
শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত একটি আদি কর্মসূচী। অধিদফতরের প্রারম্ভিক স্বল্পসংখ্যক কর্মসূচীর মধ্যে এ কর্মসূচী অন্যতম এবং শহর সমাজ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিগণিত।
১.০. শহর সমাজসেবা কার্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১.১. শহর এলাকায় বসবাসরত, স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিবারের সদস্যদের সংগঠিত করণ।
১.২. আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে লক্ষ্যভুক্ত জনগণের দক্ষতা বৃদ্ধি।
১.৩. দরিদ্র জনগণের আয় বৃদ্ধিও কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম গ্রহণ।
১.৪. সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত বিভিন্ন স্বেচছাসেবী সংগঠনকে সহায়তা প্রদান।
২.০. শহর সমাজসেবা কার্যালয়ের কর্মসূচী পরিচালনা :
২.১. সরকারী পর্যায়ে পরিচালিত কার্যক্রম :
সরকারী পর্যায়ে তথা সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত শহর সমাজসেবা কার্যালয়ের রূপরেখা -
ক. সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন।
খ. দারিদ্র বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচী পরিচালনা করা।
গ. উন্নয়ন সহযোগী হিসেবে সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সৃষ্টি, উন্নয়ন, নিয়ন্ত্রণ, তদারকি ও সমন্বয় সাধন করা।
ঘ. শহর এলাকার, বিশেষতঃ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার উন্নয়ন কর্মকান্ডে সরকারী ও বেসরকারী সংস্থাসমূহের বিভিন্নমূখী উন্নয়ন কর্মপ্রয়াসের সাথে সম্পৃক্ততা ও সহযোগীতা প্রদান করা।
ঙ. প্রাকৃতিক দুর্যোগ বা আপতকালীন দায়িত্ব পালন করা।
চ. মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা।
ছ. সামাজিক জরীপ ও গবেষনা কার্যক্রম পরিচালনা করা।
জ. প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরন জরিপ, আইডি কার্ড বিতরন এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা।
ঝ. শহর এলাকার অনগ্রসর ও হিজড়া এই দুই শ্রেনির জনগোষ্ঠীর পুর্নবাসনের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়ন সাধন।
ঞ. সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়ন সাধন।
ট. কর্মদল গঠনের মাধ্যমে সংগঠিত করণ।
ঠ . অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত নির্দেশনা বাস্তবায়ন।
২.২. বেসরকারী পর্যায়ে পরিচালিত কার্যক্রমঃ
ক. বেসরকারী পর্যায়ে স্থানীয় সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি/সমাজকর্মীদের অন্তর্ভক্ত করে একটি “সমন্বয় পরিষদ” গঠনপূর্বক
স্থানীয় সম্পদ আহরণসহ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক
উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা।
খ. এলাকায় কর্মরত সকল স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় সাধনে অগ্রণী ভূমিকা
পালন করা।
গ. শহর সমাজ উন্নয়নের লক্ষ্যে সরকারী পর্যায়ে পরিচালিত সকল কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতা প্রদান।
অফিস ঠিকানা: ২য় তলা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন - ১৭২, উত্তর বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪ ( বাসাবো ঝিলপাড় মসজিদের পাশে)।
কার্যএলাকা আওতাধীন থানা: ৮ টি - খিলগাঁও, রামপুরা, সবুজবাগ, মুগদা, বাড্ডা, খিলক্ষেত, গুলশান, বনানী।
অত্র কার্যালয়ের আওতাধীন মোট ১৪ টি ওয়ার্ড রয়েছে : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং- ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩।
জনসংখ্যা : অত্র কার্যালয়ের আওতাধীন ১৪ টি ওয়ার্ডে প্রায় ১৩,১৯,৯৬৪ জন জনসংখ্যা রয়েছে (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস