Admission is going on for January-June session in Computer Office Application and Graphics Design (6 months duration) course of Skill Development Training Center approved by Technical Education Board under the jurisdiction of this office. Contact number-01322833229 

Wellcome to National Portal
Main Comtent Skiped

Identification of Disability

প্রতিবন্ধিতা শনাক্তকরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমঅধিকার, মানবসত্ত্বার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের কল্যাণ ও উন্নয়নে বর্তমান  মাননীয় প্রধানমন্ত্রী তাঁর প্রথম মেয়াদে(১৯৯৬-২০০১) প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ সংসদে পাশ করেন। তাছাড়া বাংলাদেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত জাতিসংঘ Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)-এ  ২০০৭ সালের ৯ মে স্বাক্ষর এবং ৩০ নভেম্বর অনুসমর্থন করে। বর্তমান সরকার তার দ্বিতীয় মেয়াদে(২০০৯-২০১৪) প্রতিবন্ধিতা বিষয়ক আন্তর্জাতিক দলিল UNCRPD আলোকে ২০০১ সালে প্রণীত প্রতিবন্ধিী কল্যাণ আইন যুগোপযোগী করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং ৩য় মেয়াদে(২০১৪-২০১৯) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা-২০১৫ প্রণয়ন করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়ন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে যে কোন কর্মসূচি গ্রহণ কিংবা রাষ্ট্রিয় সুবিধা প্রদান করতে হলে প্রয়োজন সঠিক তথ্যসম্বলিত স্বয়ংসম্পূর্ণ তথ্যভান্ডার।

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির উদ্দেশ্য:

১. বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার/ব্যক্তির সংখ্যা নির্ধারণ।

২. দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিবন্ধিতা শনাক্তকরণ।

৩. প্রতিবন্ধী ব্যক্তিকে নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদান।

৪. প্রতিবন্ধী ব্যক্তিদের ছবিসহ তথ্য সমবলিত Database প্রস্তুত করে এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সকল প্রশাসনিক মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগীকরণ।

৫. সরকারের বিভিন্ন কর্মসূচি/প্রকল্পে সঠিকভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা এবং লক্ষ্যভুক্তির কৌশল সহজতর করা; এবং

৬. প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।


সংজ্ঞা: প্রতিবন্ধী ব্যক্তি  বলতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ধারা ২  (১০) অনুযায়ী একই আইনের ধারা ৩ –এ  উল্লিখিত  প্রতিবন্ধিতাসম্পন্ন কোন ব্যক্তিকে বুঝাবে। যেমন

(ক) অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autism or autism spectrum disorder);

             (খ) শারীরিক  প্রতিবন্ধিতা (physical disability)

             (গ) মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা (mental illness leading to disability);

             (ঘ) দৃষ্টি প্রতিবন্ধিতা (visual disability);

             (ঙ) বাক  প্রতিবন্ধিতা (speech disability);

             (চ) বুদ্ধি প্রতিবন্ধিতা (intellectual disability);

             (ছ) শ্রবণ  প্রতিবন্ধিতা (hearing disability);

             (জ) শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধিতা (deaf-blindness);

             (ঝ) সেরিব্রালপালসি (cerebral palsy)

             (এ) ডাউন সিনড্রোম (down syndrome);

             (ট) বহুমাত্রিক  প্রতিবন্ধিতা (multiple disability); এবং

             (ঠ) অন্যান্য  প্রতিবন্ধিতা (other disability)।

 

দেশব্যাপী প্রসারের পূর্বে পদ্ধতিগত কার্যকারিতা নির্ভুল করার লক্ষ্যে পাইলটভিত্তিতে এ জরিপ মে ২০১২ খ্রি. থেকে শুরু হয়। ২০১১-২০১২ অর্থ বছরে পাইলটভিত্তিতে গোপালগঞ্জ জেলা সকল উপজেলা(৫টি) এবং জামালপুর সদর, বরুড়া, কুমিল্লা, পবা, রাজশাহী, মোড়েলগঞ্জ,বাগেরহাট, বরিশাল সদর, চুনারুঘাট, হবিগঞ্জ ও ফুলবাড়ি, দিনাজপুরসহ সর্বমোট ১২ টি উপজেলা ও দুইটি ইউসিডিতে জরিপ কাজ সম্পন্ন করা হয়। ২০১২-১৩ অর্থবছরে পাইলটভিত্তিতে জরিপ পরিচালিত উপজেলা ব্যতীত দেশের সকল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। ১ জুন ২০১৩ খ্রি. থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয় এবং ১৪ নভেম্বর ২০১৩ খ্রি. প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়। ২০১৩-১৪ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মনোনীত ডাক্তার কর্তৃক জরিপের আওতাভুক্ত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নিরূপণের কাজ শুরু হয়। বাদপড়া প্রতিবন্ধীব্যক্তিদেরকে ২০১৪-১৫ অর্থবছরে জরিপভুক্তকরণসহ ডাক্তার কর্তৃক শনাক্ত করা হয়।

ডাক্তার কর্তৃক শনাক্তকৃত প্রতিবন্ধীব্যক্তিগণের তথ্যসমূহ যথাযথভাবে সংরক্ষণ এবং সংরক্ষিত তথ্যের আলোকে প্রতিবন্ধীব্যক্তিগণের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকল্পে তথ্যভান্ডার Disability Information System (www.dis.gov.bd) প্রস্তুত করা হয়েছে এবং ওয়েববেজড সফটওয়্যারের মাধ্যমে উক্ত তথ্যভান্ডারে প্রতিবন্ধীব্যক্তিগণের তথ্যসমূহ নিয়মিত ভাবে সন্নিবেশিত হচ্ছে। বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, সাধারণ জনগণ ও প্রতিবন্ধীব্যক্তি যাতে এ কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত ব্যবহার করতে পারে সে লক্ষ্যে সরকার কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তির তথ্য উপাত্ত ব্যবহার নীতিমালা, ২০২১ অনুমোদন করেছে। 

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় অত্র কার্যালয়ে মোট ৭৩০৯ জন ব্যাক্তর জরিপ সম্পন্ন করে সূবর্ণ  নাগরিক কার্ড বিতরণ সম্পন্ন করা হয়েছে। এটি একটি চলমান কার্যক্রম। যে সকল প্রতিবন্ধি ব্যক্তি এখনও প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের আওতাভুক্ত হননি, তারা নিম্নোক্ত সাক্ষাৎকার অনুসূচি ডাউনলোডপূর্বক যথাযথভাবে পূরণ করে নিকটস্থ সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

https://www.dis.gov.bd/