শহর সমাজ উন্নয়ন কার্যক্রম শহর এলাকার উন্নত জীবন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়েপড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের অভিলক্ষ্যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সংগঠিতকরণ, স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের কর্মকাণ্ডের সমন্বয় সাধন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক কার্যক্রম গ্রহণ, সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে।
আমাদের বাস্তবায়িত কর্মসূচীসমূহ:
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বিবরণ :
০১. বয়স্ক ভাতা:
এ পর্যন্ত উপকার ভোগীর সংখ্যা
খিলগাঁও থানা - ১২৮৬ জন
রামপুরা থানা- ৬৮১ জন
সবুজবাগ থানা- ৭০৬ জন
মুগদা থানা- ৪৬২ জন
বাড্ডা থানা- ৫৪৪ জন
খিলক্ষেত থানা- ৪২৬ জন
গুলশান থানা- ৩৮১ জন
বনানী থানা- ৭৩৪ জন
মোট = ৫,২২০ জন (মাসিক ভাতার পরিমান- ৫০০/-)
০২ অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা:
খিলগাঁও থানা - ১১৬৯ জন
রামপুরা থানা- ৬৯১ জন
সবুজবাগ থানা- ৬০২ জন
মুগদা থানা- ৪৭৮ জন
বাড্ডা থানা- ৪১৫ জন
খিলক্ষেত থানা- ৩৮১ জন
গুলশান থানা- ২৭১ জন
বনানী থানা- ৬৩১ জন
মোট = ৪,৭৩৮ জন (মাসিক- ৮৫০/-)
০৩ প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি
প্রাথমিক স্তর- ৫০ জন
মাধ্যমিক- ১২ জন
উচ্চ মাধ্যমিক - ০৫ জন
উচ্চ স্তর- ০৭ জন
মোট= ৭৪ জন
০৪ অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৮৫ জন (মাসিক- ৫০০/-)
০৫ হিজরা স¤প্রদায়ের ভাতা ১০ জন মাসিক- ৬০০/-
০৬ হিজড়া শিক্ষা উপবৃত্তি ১ জন
০৭ অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি প্রাঃ স্তর- ১৬ জন
মাধ্যমিক - ১২ জন
উচ্চ মাধ্যমিক- ১৬জন
উচ্চ স্তর- ০৫ জন
মোট= ৪৯ জন
সর্বমোট উপকারভোগী ১০,১৭৭ জন
উপকারভোগীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা বিতরন করা হচ্ছে।
প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরিপ কর্মসূচী : ৬১৭৫ জন ব্যক্তির প্রতিবন্ধী পরিচয়পত্র প্রিন্ট সম্পন্ন করা হয়েছে এবং এই জরিপ কার্যক্রম চলমান আছে।
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পে ৬৬১ জনের জরিপ সম্পন্ন হয়েছে।
বিনিয়োগ (প্রাপ্ত মূলধন/প্রারম্ভিক তহবিল)
তহবিলের উৎস খাতের নাম মোট প্রাপ্ত তহবিল
১. ইউনিসেফ পরিবার উন্নয়ন তহবিল ৮০,০০০/-
২. পাইলট স্কীম ৫,১৪,০০০/-
৩. রাজস্ব ঘূর্নায়মান তহবিল ৪২,৭৫১
৪. সেপী/ অশ্লোলো সিটি ৯১,৫০০/-
৫. সিইডিসি ২,৯০,৮০০/-
৬. সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম ঘূর্নায়মান প্রাপ্ত তহবিল ৭৪,২০,০০০/-
মোট= ৮৪,৩৯,০৫১/-
৭. দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুর্নবাসন কার্যক্রমে তহবিল ১৬,৪১,০৭৭/-
সর্বমোট = ১,০০,৮০,১২৮/-
সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম ঃ-
১। এ পর্যন্ত অত্র কার্যালয়ে ঘূর্নায়মান তহবিলে বিনিয়োগকৃত টাকার পরিমান = ৭৭,০৭,৭০০/-(সাতাত্তর লক্ষ সাত হাজার সাত শত) টাকা। উপকারভোগীর সংখ্যা পুরুষ-১০৮ জন ও মহিলা ৬২৮ জন মোট- ৭৩৬ জন।
পুনঃ বিনিয়োগ কৃত অর্থের পরিমান ৯২,৮৫,০০০/- টাকা। উপকারভোগীর সংখ্যা পুরুষ-২৮২ জন ও মহিলা ৬৫৩ জন মোট- ৯৩৫ জন।
সুদমুক্ত দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমে বিনিয়োগের পরিমান ১৬,২৮,০০০/-(ষোল লক্ষ আটাশ হাজার টাকা)। উপকারভোগীর সংখ্যা পুরুষ-৭৬ জন ও মহিলা ৯৫ জন মোট- ১৩৬ জন।
পুন: বিনিয়োগ ৩২,৭০,০০০/- (বত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা)। উপকারভোগীর সংখ্যা পুরুষ-৯৫ জন ও মহিলা ৬০ জন মোট- ১৭১ জন।
সর্বমোট উপকারভোগীর সংখ্যা ১৯৭৮ জন (পুরুষ ৫৬১ জন ও মহিলা ১৪১৭ জন)।
চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ(সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২
অত্র কার্যালয়ের আওতাধীন চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ(সিএসপিবি) প্রকল্প,ফেইজ-২ এর কার্যক্রম :
ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের সনাক্তকরণ।
কোভিড-১৯ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে শিশু ও তাদের পরিবারের সচেতনতা বৃদ্ধি।
কেস ম্যানেজমেন্ট এর মাধ্যমে সনাক্তকরণ শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ।
আইনের সংস্পর্শে/ সংঘাতে জড়িত শিশুদেও কেস ম্যাসেজমেন্ট করা, সংশ্লিষ্ট কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান।
শিশু শ্রম ও বাল্য বিবাহের কুফলতা সম্পর্কে শিশু ও তাদের পরিবারকে সচেতনতা বৃদ্ধিকরণ।
শিশু কল্যাণ বোর্ডের মিটিং এ অংশগ্রহণ করা।
শিশু সুরক্ষা কমিটির মিটিং এ অংশগ্রহণ করা।
সমাজসেবা অফিসারের সাথে কেস কনফারেন্স করা।
বিদ্যমান নানা সামাজিক সুরক্ষা সেবা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া ও সেবা প্রাপ্তীতে সহায়তা করা।
শিশুদের মনো সামাজিক সেবা প্রদান করা।
শিশু সুরক্ষা কাজ সহজতর ও টেকসই করণে রিসোর্স ডিরেক্টরি প্রস্তত করা।
চাইল্ড হেল্পলাইন -১০৯৮ আরও শিশু বান্ধব করতে এর প্রচার করা এবং মোবাইল টিমকে সহায়তা করা।
কাজের তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করা এবং চাহিদা মতো সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত পূর্বক প্রকল্প অফিস ও ইউনিসেফ বরাবর প্রেরণ।
জিও ও এনজিওদের সাথে মিটিং এ অংশগ্রহণ করা।
শিশুর সুরক্ষার জন্য ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ রক্ষা করা।
ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত শিশুদের তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের সিসিটি প্রদানে সহায়তা করা।
ক্রমিক নং কাজের নাম সম্পাদিত কাজ
০১. পিতৃ-মাতৃহীন/সুবিধাবঞ্চিত/আইনের সংস্পর্শে আসা/সংঘাতে জরিত শিশুদের কেস ম্যানেজমেন্ট ইনটেক ১১৮ টি,
ঝুঁকি যাচাই ৫২ টি,
বিশদ যাচাই ৪৮ টি
পরিকল্পনা প্রণয়ন ৩৯ টি
০২. ডাইভার্সন/ বিকল্পপন্থা প্রবেশন প্রাপ্ত শিশুকে কেস ম্যানেজমেন্ট এর মাধ্যমে সহায়তা প্রদান। ০০
০৩. কাউন্সিলিং/ প্যারা-কাউন্সেলিং সেবা প্রদান। ৪০ জন
০৪. রেফারেল/ লিংকেজ সার্ভিস এর মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান। ১০ জন
০৫. শিশুকে পরিবারে/ সমাজে পুনঃএকীকরণ ০৩ জন
০৬. আর্থিক সহায়তা(ভাতা/ত্রাণ/এককালীন সহায়তা)/ বিভিন্ন ধরণের উপকরণ পেতে সহায়তা ৫১ জন
০৭. মাসিক কেস কনফারেন্স মিটিং আয়োজনে প্রয়োজনীয় সহায়তা প্রদান। ০৬ টি
০৮. রিসোর্স ডিরেক্টরি প্রস্তুত/ উন্নয়ন। ০১ টি
০৯. বাল্য বিবাহ বন্ধ/বন্ধে মহায়তা প্রদান। ০১ জন
১০. অন্যান্য(প্রযোজ্য ক্ষেত্রে) সরকারি শিশু পরিবার বালিকা, তেজগাঁও ঢাকাতে পুনর্বাসন ০১ জন
১২. জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র এর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আবাসিক ব্যবস্থাসহ ভর্তি। ০১ জন
১৩. খিলগাঁও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও মা কল্যাণ সংস্থা এর অধিনস্থ বিদ্যালয়ে ভর্তি ০১ জন
১৪. সিসিটির মাধ্যমে অর্থ সহায়তা ১২ জন
১৫. জন্ম নিবন্ধন ০৮ জন
১৬. কোভিড-১৯ এর প্রচার, ১০৯৮ এর প্রচারণা
ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত বেসরকারী এতিমখানার সংখ্যা : ১১ টি,
১১ টি প্রতিষ্ঠানে মোট ৫৪৫ জন এতিম নিবাসীকে মাসিক ২০০০/- টাকা করে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হচ্ছে।
নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংখ্যা : ৫০০টি
কার্যক্রম :
নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নিবন্ধনের সহায়তা, পরামর্শ ও তদারকি করা।
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন বিষয়ে তদন্ত কার্যাদি সম্পন্ন করা।
সরকার কর্তৃক প্রদেয় অন্যান্য দায়িত্ব পালন করা।
আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ কর্মসুচী :
বর্তমানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ২ টি ট্রেড চালু আছে। যাতে বর্তমান সেশনে ৪১ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন গ্রহন করছে।
মোট প্রশিক্ষনার্থীর সংখ্যা : ৩৬৪ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS